বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ,নিহত ২৭, ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ২:১৬ পূর্বাহ্ণ, আগস্ট ৫, ২০২০

বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ,নিহত ২৭, ব্যাপক ক্ষয়ক্ষতি

বিশ্বভূবন ডেস্ক♦ লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার শহরের বন্দর এলাকার এই বিস্ফোরণে বহু প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

বিবিসি বলছে,  বিস্ফোরণে এ পর্যন্ত অন্তত ২৭ জন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন।

বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি বড় কোনও দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

দুইজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, বন্দরের কাছে বিস্ফোরকের গুদাম আছে। সেখানেও বিস্ফোরণ ঘটতে পারে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের পরপরই অনলাইনে কিছু ভিডিও পোস্ট করা হয়েছে। এতে বড় ধোঁয়ার কুন্ডলী এবং বাড়িঘর ধসে পড়তে দেখা গেছে। হাসপাতালে নেওয়া হয়েছে আহত বহু মানুষকে।

প্রধানমন্ত্রী হাসান দিয়াব বুধবার দেশটিতে জাতীয় শোক ঘোষণা করেছেন।

বৈরুতে বিস্ফোরণ- ছবি দ্য ডেইলি মেইল

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান বলেন, বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলা হচ্ছে। সিএনএন বলছে, ভয়াবহ দুটি বিস্ফোরণের পর লেবানন থেকে ১৫০ মাইল দূরের এলাকাও কেঁপে ওঠে।

আরও পড়ুন  করোনামুক্ত পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন

লেবাননে অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অস্থিরতার মধ্যেই এমন বিস্ফোরণের ঘটনা ঘটলো।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, হঠাৎ আগুন দেখতে পেলাম, সেটি যে বিস্ফোরণের ঘটনা, তা বুঝিনি। এর কয়েক সেকেন্ডের মধ্যে আমি আর কিছু শুনতে পাইনি। এরপর দেখি কাঁচ ভেঙে গাড়ির ওপর পড়ছে। ভবন ধসে পড়ছে।

লেবাননের রেডক্রস জানিয়েছে, বিস্ফোরণের পর শত শত মানুষকে হাসপাতালে নেওয়া হযেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ