লাউ গাছের সাথে এ কেমন শত্রুতা!

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২১

লাউ গাছের সাথে এ কেমন শত্রুতা!

প্রতিনিধি, ছাতক:

সুনামগঞ্জের ছাতকে রাতের আঁধারে এক কৃষকের প্রায় ২৩ শতক জমিতে ফলানো শতাধিক লাউ গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে ওই কৃষকের।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের বারগোপি গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক আব্দুর রব জানান, দুই মাস আগে ২৩ শতাংশ জমিতে শীতকালিন সবজি হিসেবে লাউ চাষ করি। প্রতিদিনের মতো রবিবার সকালে লাউয়ের ক্ষেতে যাই। সেখানে গিয়ে জমির লাউ গাছ কর্তন অবস্থায় দেখতে পাই। জীবনে কারও কখনো ক্ষতি করিনি তাহলে রাতের আঁধারে কে বা কারা শত্রুতা করে লাউ গাছ কর্তন করে প্রায় এক লাখ বিশ হাজার টাকার ক্ষতি করেছে।

লাউ গাছের সাথে এমন শত্রুতায় হতবাক এলাকাবাসীও। এমন ন্যাক্কারজনক ঘটনা মেনে নিতে পারছেন না গ্রামের সাধারন মানুষ। সহজ সরল গ্রামের মানুষের তাই একটাই দাবী- এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

আরও পড়ুন  মাধবপুরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী আটক

ভুক্তভোগী কৃষক আরও জানান, থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতিও চলছে । ঘটনাস্থল পরিদর্শন করে জাহিদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক । অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ