সিলেট ২১শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
জমি নিয়ে বিরোধের জের ধরে বিয়ের এক মাস না যেতেই কক্সবাজারের চকরিয়া উপজেলায় মো. সোহেল রানা (২৭) নামে এক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে চকরিয়া পৌর শহরের ভরামুহুরী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. সোহেল রানা চকরিয়া পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি উপজেলার পৌরসভার পালাকাটা এলাকার ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মো. রকিবের ছেলে। এ মাসেই তার বিয়ে হয়েছিল বলে জানান স্বাজনরা।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, জমি নিয়ে বিরোধের জের ধরে দিবাগত রাত দেড়টার দিকে একদল চিহ্নিত সন্ত্রাসী মো. সোহেল রানার ওপর হামলা করে। এ সময় সন্ত্রাসীরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে।
স্থানীয়রা রানাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।
চকরিয়া থানার ওসি (তদন্ত) জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি