সিলেট ২৪শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২১
প্রভাতবেলা ডেস্ক:
উত্তর সিলেটের বৃহত্তর অরাজনৈতিক ছাত্র সংগঠন জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদের কানাইঘাট উপজেলা শাখা গঠনের লক্ষ্যে গতকাল সোমবার কানাইঘাট পাবলিক হাই স্কুলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ছাত্র পরিষদের সভাপতি মাহফুজুল কিবরিয়া মাহফুজের সভাপতিত্বে এবং এম. আফতাব উদ্দিন ও মামুনুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান হারুন রশীদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্র পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আসিফ আযহার, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন মিজান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহেদ আহমদ শিমুল, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক তপন চন্দ্র দাস, সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এম ডি আরিফ আহমদ, কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মনির আহমদ, দপ্তর সম্পাদক আব্দুল বাতিন শহীদ এবং মূলাগুল যুব কল্যাণ পরিষদের সভাপতি রাসেল আহমদ।
বক্তারা তাদের বক্তব্যে বৃহত্তর জৈন্তিয়ার ইতিহাস-ঐতিহ্যকে তোলে ধরেন এবং এ জনপদের জনগণের সকল দাবী পূরণের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সংগঠনের সভাপতি তার বক্তব্যে বলেন, বৃহত্তর জৈন্তিয়ার সকল দাবী-দাওয়া আদায়ের লক্ষ্যে অচিরেই সতেরো পরগণার প্রতিটিতেই জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদের কার্যক্রম শুরু হতে যাচ্ছে । প্রথম ধাপে চারটি উপজেলা শাখা গঠনের মধ্য দিয়ে সংগঠনকে জনগণের কাছে পৌঁছে দেয়া হবে। চারটি উপজেলার মধ্যে প্রথমেই কানাইঘাট উপজেলায় কমিটি দেওয়া হবে। অতি শীঘ্রই সৎ, দক্ষ ও মেধাবীদের সমন্বয়ে কানাইঘাট উপজেলার জন্য সংঠনের একটি শাখা গঠনের আশ্বাস প্রদান করেন ।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি