সিলেট ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২২
কারান্তরীণ মকসুদের পরিবারের পাশে মহিলাদল নেত্রী কুমকুম।
প্রভাতবেলা প্রতিবেদক, সিলেট♦ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা’র সাধারণ সম্পাদক মকসুদ আহমদ গ্রেফতার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন সিলেট জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কুমকুম ফাহিমা। রাতের আধারে ঘরের দরজা ভেঙ্গে মকসুদ আহমদকে গ্রেফতার আইন শৃংখলা বাহিনীর ‘বর্বর’ আচরণ, বলেন কুমকুম। তিনি বলেন ‘ফ্যাসিস্ট’ সরকারের নগ্ন থাবা-ই প্রমাণ করে তাদের দিন ফুরিয়ে আসছে।
কুমকুম ফাহিমা বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর রাতে কারান্তরীণ মকসুদ আহমদের বাড়ীতে গিয়ে তার পরিবার সদস্যদের শান্তনা প্রদান কালে উপরোক্ত কথা বলেন। কুমকুম বেশ কিছু সময় মকসুদ আহমদের স্ত্রী সন্তান ও স্বজনদের সাথে সময় কাটান। মকসুদের স্ত্রী ও সন্তানদের এ কঠিন সময়ে সহানুভূতি প্রকাশ করেন। কুমকুম ফাহিমা বলেন, তাদের এই ত্যাগ এদেশে গণতন্ত্র পুণ:রুদ্ধারে জাতীয়তাবাদী শক্তিকে প্রেরণা যুগাবে।
কুমকুম অবিলম্বে মকসুদ আহমদের মুক্তি দাবী করেন।
এসময় তাঁর সাথে ছিলেন সিলেট জেলা মহিলা দলের সহ দপ্তর সম্পাদিকা জাহারা আহাদ রুবিন ও সদস্য চৌধুরী জান্নাত।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি