কিশোরী মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৩

কিশোরী মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

নওগাঁর পোরশা উপজেলায় ১৫ বছর বয়সী নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের মামলায় বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো: মেহেদী হাসান তালুকদার এ রায় দেন।

এছাড়া আসামিকে ১ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। জরিমানার অর্থ ধর্ষণের শিকার মেয়েকে প্রদানের নির্দেশ দিয়েছে আদালত।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মকবুল হোসেন জানান, ২০২০ সালের ২৫ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জনশূন্য এলাকায় একটি আমের নার্সারিতে নিয়ে জোরপূর্বক মেয়েকে ধর্ষণ করে আসামি। পরে বাড়িতে এসে মায়ের কাছে সব ঘটনা বলে দেয় মেয়ে। এ ঘটনায় তখন পোরশা থানায় মামলা হয়।

তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। গত বছরের ১৯ তারিখ থেকে শুরু হয় মামলাটির সাক্ষ্য গ্রহণ। পরে চলতি বছরের ১৪ নভেম্বর ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হলে আজ উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে এই আদেশ দেন আদালত।

আরও পড়ুন  অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ