ছাতকে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি : বহিরাগতদের হামলায় আহত ২ শিক্ষার্থী

প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৪

ছাতকে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি : বহিরাগতদের হামলায় আহত ২ শিক্ষার্থী
প্রভাতবেলা প্রতিবেদক: ছাতকের জাহিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিকের আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা, শিক্ষক নিয়োগে ঘুষ বানিজ্য, রাজনৈতিক প্রভাব খাটিয়ে জাল সার্টিফিকেটে চাকুরি স্হায়ীকরনসহ নানা অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবীতে আন্দোলনরত সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছে ।

প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে গত রোববার (১৫ সেপ্টেম্বর) বিদ্যালয়ের বর্তমান-সাবেক শিক্ষার্থী ও  অভিভাবকারা মিলে শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে স্কুল মাঠে অবস্থান নিলে বহিরাগতরা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে । এসময় ৭ম শ্রেণীর শিক্ষার্থী লিজা ও জুবায়ের এবং স্থানীয় মরতুম আলী (৬০) আহত হয় ।

স্থানীয়রা জানান, বিদ্যালয়ের প্রতিষ্টালগ্নে প্রধান শিক্ষক  যোগদান করার পর থেকে বিদ্যালয়ে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং লেজুড়বৃত্তিক রাজনীতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে আসছেন প্রধান শিক্ষক আব্দুল মালিক। শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়, বিনা রশিদে অর্থ আদায়, ভুয়া বিল করে টাকা আত্মসাত, কোচিং বাণিজ্য, উপবৃত্তির শিক্ষার্থী নির্বাচনে অনিয়মসহ নানা অভিযোগ রয়েছে । রাজনৈতিক প্রভাবের কারণে অনেকে প্রধান শিক্ষকের এসব অপকর্ম জেনেও নীরব ছিলেন ।

আরও পড়ুন  ২০২০ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৬৬৮৬

বিদ্যালয়ের প্রতিষ্টাতা সদস্য রহিম উদ্দীন বলেন,

প্রধান শিক্ষক আব্দুল মালিকের বিএ পরীক্ষার সনদ জাল, যা প্রমাণিত। এলাকাবাসী বেশ কয়েকবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করলেও কোনো সুরাহা হয়নি, বরং রাজনৈতিক প্রভাবের কারণে বহাল তবিয়তে ছিলেন।

সরেজমিনে বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষককে পাওয়া যায় নি, এমনকি মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি । প্রধান শিক্ষকের বিরুদ্ধে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু চন্দ্র রায় গণমাধ্যমে কোন বক্তব্য দিতে রাজি হননি । এসময় স্থানীয়রা প্রধান শিক্ষকের পদত্যাগসহ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ