জকিগঞ্জ ও কানাইঘাট বিএনপির এলজিইডি ভবন ঘেরাও কর্মসূচি স্থগিত

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৫

জকিগঞ্জ ও কানাইঘাট বিএনপির এলজিইডি ভবন ঘেরাও কর্মসূচি স্থগিত

প্রভাতবেলা প্রতিবেদক: জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা বিএনপির ১৮ জুনের রোডমার্চ ও এলজিইডি ভবন ঘেরাও কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন সিলেট জেলা বিএনপির প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)।

জকিগঞ্জ ও কানাইাঘাট উপজেলা বিএনপির পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, বিগত ১৫ বছর মামলা মোকদ্দমার কারণে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি আদায়ে তারা সোচ্চার হতে পারেননি। জকিগঞ্জ-কানাইঘাট আসনে বিএনপি নেতা কর্মীদের ওপর ১১২টি মামলা দায়ের হয়েছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে জনগুরুত্বপূর্ণ এসব দাবি আদায়ে আন্দোলনে নামে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা বিএনপি। এর মধ্যে জকিগঞ্জ কানাইঘাট উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো দ্রæত মেরামত ও নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে গত ২৭ এপ্রিল সংবাদ সম্মেলন, ৬ মে নগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। সেই সাথে সিলেটের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় একমাসের মধ্যে কোনো উদ্যোগ দৃশ্যমান না হলে কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল। প্রয়োজনে ১৮ জুন রোডমার্চ করে সিলেটের এলজিইডি ভবন ঘেরাওয়ের কর্মসূচিও ছিল।

আরও পড়ুন  ছাতকে কবরস্থানের রাস্তা নিয়ে সংঘর্ষ, আহত ৩০

মামুনুর রশীদ বলেন, তাদের দাবির প্রেক্ষিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কিছু উদ্যোগ দৃশ্যমান হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জকিগঞ্জের নদী ভাঙন রোধে বাঁধ মেরামতের জন্য ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। রাস্তাগুলো মেরামতের ব্যাপারে এলজিইডি সিলেট অঞ্চলের তত্তাধায়ক মো. আজহারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা গুরুত্বসহকারে আমলে নিয়েছেন। তবে, কর্মকর্তারা অর্থসংকটের বিষয়টি উল্লেখ করে কিছুটা সময় চেয়েছেন।

তিনি আরও জানান, শেওলা-জকিগঞ্জ, কালিগঞ্জ-জকিগঞ্জ, আটগ্রাম-জকিগঞ্জ সড়ক, কানাইঘাটের বুরহান উদ্দিন সড়ক, কানাইঘাট-দরবস্ত গাছবাড়ি-হরিপুর সড়ক দ্রæত মেরামতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তাদের পরামর্শে একটি আলাদা প্রজেক্টের পরিকল্পনা রয়েছে। এছাড়া কানাইঘাটের ১ নম্বর লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে সুরমায় একটি ব্রিজ নির্মাণের বিষয়েও এলজিইডি কর্মকর্তাদের সাথে আলোচনা হয়েছে বলে জানান। তিনি জকিগঞ্জ-কানাইঘাটবাসীর সার্বিক উন্নয়ন ও দাবি আদায়ে অতীতের মতো ভবিষ্যতেও সিলেটের গণমাধ্যমগুলোর সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশীদ, জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, কানাইঘাট উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মালিক, আব্দুন নূর, সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারভেজ প্রমুখ।

আরও পড়ুন  সিলেটের রাজনীতি।। কামরান-আরিফ ফের প্রতিদ্বন্দ্বী

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ