জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস’র নতুন কমিটি

প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, মে ১৪, ২০২৫

জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস’র নতুন কমিটি

জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইনক, অস্ট্রেলিয়া এর নতুন কমিটি গঠন।

শাহাব উদ্দিন শিহাব, অস্ট্রেলিয়া থেকে♦️

প্রবাসী সিলেটবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইনক, অস্ট্রেলিয়া এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (১১ মে) সিডনির ম‍্যারিকভিল এলাকায় এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দু’টি প‍্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। প্রায় দুই শতাধিক সদস্য এতে অংশগ্রহণ করেন।

নির্বাচনে সভাপতি জাহেদুল হক চৌধুরী লিটন ও সাধারণ সম্পাদক সুলতান আহমদ চৌধুরী প‍্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করে।

নির্বাচিত অন্যান্যরা হলেন, সহ সভাপতি (১) শামস উদ্দিন লুলু, সহ সভাপতি (২) ফায়জুল বারী জসিম, জয়েন্ট সেক্রেটারি আখলাকুল ইসলাম, কোষাধ‍্যক্ষ জামান সারওার শিপু, অর্গানাইজেশন সেক্রেটারি মো: আব্দুস শুকুর, স্পোর্টস সেক্রেটারি আহমেদ আল কবীর, কালচারাল সেক্রেটারি দিলু সাজ্জাদ আলী, পাবলিকেশন সেক্রেটারি শাহাব উদ্দিন শিহাব।

এছাড়া কমিটিতে নির্বাচিত সদস্যরা হলেন- গোলাম জাকারিয়া জাকু, মো: আব্দুস সামি চৌধুরী রুহেল, ফয়জুর রহমান চৌধুরী রাসেল, সোহেব আহমদ শাকিল মো: শাহ আলম, সদস‍্য মো: চুন্নাহ, হাসান আহমেদ, হাবিব উল্লাহ, সদস‍্য এমাদ উদ্দিন চৌধুরী, সদস‍্য আবেদ আহমেদ ও কামরান হোসেন।

আরও পড়ুন  সাংবাদিক পরিচয় পেয়ে আরও পেটালেন এএসআই কুবায়েত

এর আগে অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বার্ষিক রিপোর্ট পেশ করেন বিদায়ী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাসেল আহমেদ। সংগঠনের বার্ষিক আয়-ব‍্যায়ের রিপোর্ট তোলে ধরেন কোষাধ‍্যক্ষ সুলতান আহমেদ চৌধুরী।

বিদায়ী সভাপতি মোঃ সাইফুল ইসলাম চৌধুরী নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে সবাইকে এক হয়ে অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ