সিলেট ২৬শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
নাটোরের বড়াইগ্রামে তালাক দেয়ার অপরাধে স্বামীর ছোড়া এসিডে ঝলসে গেছে নার্গিস আক্তার নুপুর (২৮) নামে এক নারী। তাকে প্রথমে নাটোর পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, উপজেলার আহমেদপুর গ্রামের আবু তালেব সাত বছর আগে জোর করে বিয়ে করে তৎকালীন কলেজ ছাত্রী নুপুরকে। পরে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আত্মগোপনে চলে যান তালেব।
সেই সুযোগে সম্প্রতি স্বামী তালেবকে তালাক দিয়ে বাবার বাড়ি উপজেলার কমরদাহ গ্রামে চলে যান স্ত্রী নুপুর।
এই বিষয়টি জানতে পেরে গতকাল সোমবার রাতে তালেব ওই বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়লে নুপুর দরজা খোলার সঙ্গে সঙ্গেই তার মুখে এসিড ছুঁড়ে পালিয়ে যায়। নুপুরের চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
খবর পেয়ে বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে রাতেই অভিযান চালিয়ে আবু তালেবকে আটক করা হয়।
এ ঘটনায় নুপুরের পিতা তায়েজ উদ্দিন বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি