সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৩
জেলা সদর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে রেমাক্রি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ম্রো সম্প্রদায়ের লইক্রিপাড়া ৩৭ পরিবারের বসবাস। উপজেলা সদর থেকে ইঞ্জিনচালিত বোটে গেলে সারা দিন সময় লাগে। পাড়ায় সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তি চতুর্থ শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। এই অবস্থায় চলতি বছরে এগিয়ে এসেছে সংগঠনটি।
লইক্রিপাড়া প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুইতং ম্রো কার্বারি জানান, চলতি বছর হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন থেকে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করে দেওয়া হয়, স্কুল পেয়ে পাড়াবাসী খুবই খুশি ও কৃতজ্ঞ। শিক্ষক নিয়মিত ক্লাস করেন। শিক্ষার্থীদের লেখাপড়া যেন চলমান থাকে, সেজন্য হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন ও সরকারের সুদৃষ্টি কামনা করেন তিনি।
২০০৪ সালে প্রাথমিক শিক্ষা প্রোগ্রামটি শুরু করা হয়। এলাকাবাসীর চাহিদার পরিপ্রেক্ষিতে পঞ্চম শ্রেণি পাস করার পর জেলা শহরে এনে ছাত্রছাত্রী আলাদা হোস্টেলে রেখে এসএসসি পর্যন্ত পড়ানোর পর পরবর্তীতে দেখা গেল অনেকেই মেধাবী, তাই যারা মেধাবী তাদের বিশ্ববিদ্যালয়, মেডিকেল, কৃষি ভার্সিটিতে লেখাপড়ার সম্পূর্ণ খরচ বহন করে আসছে হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন। বর্তমানে দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ১৮ জন শিক্ষার্থী অধ্যয়নরত। অনেকে লেখাপড়া শেষ করে কর্মজীবনে প্রবেশ করেছেন।
রেমাক্রি ইউনিয়নের চেয়ারম্যান মুই শৈ থুই মারমা জানান, সংগঠনটি থানচির দুর্গম এলাকায় শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করছে। দুর্গম এলাকায় প্রাথমিক শিক্ষা বিষয়ে সার্বিকভাবে সহযোগিতা করা হচ্ছে।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি