দোয়ারাবাজারে বজ্রপাতে ২ বালু শ্রমিক নিহত

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, মে ২০, ২০২৪

দোয়ারাবাজারে বজ্রপাতে ২ বালু শ্রমিক নিহত
প্রতিনিধি, দোয়ারাবাজার: সুনামগঞ্জের দোয়ারাবাজারে চেলা নদীতে বজ্রপাতে ২ বালু শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন।

সোমবার (২০ মে) সকালে দোয়ারাবাজার উপজেলার নরসিংহপুর এলাকার চেলা নদীতে বালু উত্তোলনের সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই ২ বালু শ্রমিকের মৃত্যু হয়।

নিহত ব্যক্তিরা হলেন- আব্দুল কুদ্দুস, (২৫) ও দুলন মিয়া (৩০)। তাদের বাড়ি ছাতক উপজেলায়।

স্থানীয়রা জানান, সোমবার সকালে উপজেলার নংরসিংহপুর এলাকার চেলা নদীতে বালু উত্তোলনে ছিলেন বালু শ্রমিকরা। সকালে ঝড়ো বৃষ্টি আর আকস্মিক বজ্রপাতের সময় ঘটনাস্থলেই ২ বালু শ্রমিকের মৃত্যু হয়। এ সময় বজ্রপাতে আহত হন আরও ৩ জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান বজ্রপাতে মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, সকালে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ