সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৩
সভায় কারখানা মালিক-শ্রমিক ও সরকার পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মজুরি বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানান শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। তিনি জানান, শ্রমিকদের সর্বনিম্ন বেতন প্রায় ৫৬ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। খাতের সক্ষমতা, শ্রমিকের জীবনমান, মূল্যস্ফীতি বিবেচনায় নেয়া হয়েছে এ সিদ্ধান্ত।
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য গত এপ্রিলে সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। গত ২২ অক্টোবর বোর্ডের চতুর্থ সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি ২০ হাজার ৩৯৩ টাকা ন্যূননতম মজুরির প্রস্তাব দেন। বিপরীতে মালিকপক্ষ প্রস্তাব করে ১০ হাজার ৪০০ টাকা।
মালিকপক্ষের এই মজুরি প্রস্তাবে ক্ষুব্ধ হয়ে শ্রমিকেরা পরদিন থেকেই আন্দোলনে নামেন। প্রথমে গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবি আন্দোলন শুরু হলেও পরে তা আশুলিয়া-সাভারেও ছড়িয়ে পড়ে।
এর আগে গত ১লা নভেম্বর মালিক–শ্রমিকদের এক সভা শেষে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা বলেন, বর্ধিত এ বেতন কার্যকর হবে আগামী ডিসেম্বর থেকে।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি