সিলেট ৫ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২২
সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে এখনো থানা কিংবা আদালতে হস্তান্তর করেনি র্যাব। আটক কিংবা গ্রেফতারের দাপ্তরিক কোন বক্তব্যও দেয়া হয়নি র্যাব’র পক্ষ থেকে। মঙ্গলবার ভোর ৪ টার দিকে দক্ষিণ সুরমার মোল্লারগাঁওস্থ নিজ বাড়ী থেকে সাদা ও পোশাকধারী র্যাব মকসুদ আহমদকে ধরে নিয়ে যায়। যাবার সময় র্যাব-৯ দপ্তরে অথবা থানায় যোগাযোগ করতে বলে যায় পরিবার সদস্যদের। পরিবার সদস্যরা জানান, মকসুদ সবকটি মামলায় জামিনে রয়েছেন। তার বিরুদ্ধে কোন গ্রেফতারী পরোয়ানাও নেই। তবে কি কারণে তাকে র্যাব নিয়ে গেছে তা জানা যায়নি।
কোন্ অপরাধে বাসার দরজা ভেঙ্গে নিয়ে তাকে নিয়ে যাওয়া হলো তা জানতে চান পরিবারের সদস্যরা।
মকসুদ আহমদকে গ্রেফতার আটক বা তার অবস্থান সম্পর্কে কোন দাপ্তরিক বক্তব্য র্যাব এখনো দেয়নি। প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানাান, ভোরেই তাকে র্যাব-৯ এর দপ্তরে নিয়ে আসা হয়। মকসুদ র্যাব-৯ এর দপ্তরে আছেন এ তথ্য নিরাপত্তা রক্ষীরা জানান। তাঁর সাথে থাকা মোবাইল সেট পরিবারের সদস্যদের হাতে পৌঁছে দেন।
সকাল ৯ টার দিকে র্যাব-৯ সদর দপ্তরের গেইটে থাকা নিরাপত্তা রক্ষী মকসুদ আহমদ নামে কেউ ভেতরে নেই এমন তথ্য জানালে পরিবারের সদস্যদের মাঝে উদ্বেগ উৎকন্ঠাে দেখা দেয়।
সুত্র জানায়, মকসুদ আহমদকে সিলেট নগরীর মেজর টিলা টেক্সটাইল সংলগ্ন অফিসে রাখা হয়েছে। সুত্র বলছে, র্যাব হেড কোয়ার্টারের নির্দেশনায় মকসুদকে আটক করা হয়েছে।
প্রসঙ্গত: ১০ সেপ্টেম্বর সিলেট জেলা যুবদলের কাউন্সিলে বিপুল ভোটে মকসুদ আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সিলেট বিএনপি’র সিন্ডিকেট রাজনীতির বিপক্ষে দাঁড়িয়ে তিনি নির্বাচিত হন। সিন্ডিকেট রাজনীতির কুশীলবদের চক্রান্তের শিকার মকসুদ আহমদ -এমন ধারণা দলীয় নেতা কর্মীর।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি