সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৪
ওই ব্যানারে বলা হয়েছে, আস্তানা এলাকায় এখন থেকে সব ধরনের গানবাজনা, মাদক সেবন, সাপ্তাহিক ওরসসহ অসামাজিক কার্যকলাপ বন্ধ থাকবে।
সরেজমিন দেখা গেছে, ভারত সীমান্তঘেঁষা যাদুকাটা নদীর তীরে আস্তানাটির অবস্থান। সেখানে কোনো মাজার নেই বলে দাবি করেন সংশ্লিষ্টরা। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা স্থানটির পাশেই আছে একটি সীমান্ত হাট। ফলে সেখানে জনসমাগম লেগেই থাকে। এ ছাড়া প্রতিবছরের চৈত্র মাসের ওরসে প্রচুর ভক্ত ও দর্শনার্থী ভিড় করেন। এ কারণে সেখানে থাকা ও বিশ্রামের ব্যবস্থা করা আছে। হঠাৎ করে কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে অনেকেই স্বাগত জানালেও গানবাজনা ও জিকির-আসগার নিষিদ্ধের বিষয়ে আপত্তি তুলছেন সংস্কৃতিপ্রেমীরা। বিষয়টি প্রচার হওয়ার পর স্থানীয় লোকজন পক্ষে-বিপক্ষে কথা বলছেন।
তাঁদেরই একজন বাউল জাকির দেওয়ান। তাঁর দাবি, দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে আস্তানাটিতে অবস্থান করছেন তিনি। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে বেশ হতাশ হয়েছেন। তিনি বলেন, ‘গানবাজনার মধ্যে অসামাজিক কিছু দেখছি না। এসব আমাদের দেশীয় সংস্কৃতির অংশ। মনের টানে আমার মতো অনেক ফকির-সন্ন্যাসী-বাউল এখানে গানবাজনা করতে আসেন। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে আমরা হতাশ।’
উপজেলার বাদাঘাট এলাকার বাসিন্দা ও সমাজকর্মী আবুল হোসেন বলেন, ‘দেশের বিভিন্ন মাজার-আস্তানায় বাউল ফকিরেরা মুর্শিদি ভাবধারায় যেভাবে গানবাজনা করে থাকেন, তা ইতিহাস-ঐতিহ্যের অংশ। তবে এসবের আড়ালে মাদকসেবন ও অশ্লীল নৃত্যসহ অসামাজিক কাজের বিপক্ষে আমরা।’
গান বাজনা নিষিদ্ধ–সংক্রান্ত সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে শাহ্ আরেফিন (রহ.) আস্তানা কমিটির সদস্যসচিব আলম সাব্বির জানান, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় মাজার ও আস্তানায় হামলার ঘটনা ঘটেছে। শাহ্ আরেফিন (রহ.) আস্তানা নিয়েও এলাকায় নানা কথাবার্তা হচ্ছে। কেউ কেউ উসকানিমূলক কথাবার্তা বলছেন। এসব কারণে সতর্কতার অংশ হিসেবে উপজেলা প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি