সিলেটে শিবিরের সীরাতুন্নবী (সা:) আলোচনা সভা

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৪

সিলেটে শিবিরের সীরাতুন্নবী (সা:) আলোচনা সভা
প্রভাতবেলা ডেস্ক: অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে আলোকিত করে রাসুল সা. যে দাওয়াত দিয়ে এমন এক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, সে সমাজ মানবতার মুক্তি এবং স্বাধীনতা নিশ্চিত করেছিলো। সেই রহমত নিয়ে আমরা মানুষের সামনে ইসলামের দাওয়াত পৌঁছে দিবো। সিলেট মহানগরী ছাত্রশিবির আয়োজিত সিরাতুন্নবী (সা:) আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমায়দী ।

সিলেট নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে ছাত্রশিবির সিলেট মহানগরের উদ্যোগে গতকাল বুধবার আলোচনা সভার আয়োজন করা হয়।

কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদ এর সভাপত্বিতে সেক্রেটারি শাহীন আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলনা লুৎফুর রহমান হুমায়দী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ইউনিভার্সাল কলেজের প্রিন্সিপাল আব্দুল্লাহ আল মাহমুদ।

বিশেষ অতিথির বক্তব্যে প্রিন্সিপাল আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, রাসুল সা. এর আদর্শে, জীবনে, আন্দোলনে, দাওয়াতে কোন কট্টরপন্থা ছিলো না, উগ্রতা ছিলো না। তিনি বলেন, রাসুল সা. এর মধ্যে এত অসংখ্য মানবিক গুণের সমাহার ছিলো যা বর্ণনা করে শেষ করার মত না। আলোচনা সভায় সিলেট মহানগর শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ