সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:৫৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২৪
রবিবার (৩১ মার্চ) দিবাগত রাত তিনটায় সিলেট- জাফলং মহাসড়কের শাহপরাণ (রহ.) থানাধীন চকগ্রামের দাসপাড়া সাকিনস্থ মেসার্স এ.ই পেট্রোল পাম্পের সামনে থেকে মালামাল জব্দ ও চোরকারবারীদের আটক করা হয়।
সোমবার (১ এপ্রিল) রাতে এক সংবাদবিজ্ঞপ্তিতে মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
আটককৃতরা হলেন, শাহপরাণ (রহ.) থানাধীন মৃত জাবেদ মিয়ার ছেলে মো. লিটন মিয়া(২৮), মৃত ছিদ্দিক আলীর ছেলে সোহেল মিয়া (২৭), জৈন্তাপুরের উমনপুর এলাকার আব্দুল মতিনের ছেলে মুসা মিয়া (২১)। আটককালে তাদের থেকে ৩ লাখ ৫১ হাজার ৩৬০ টাকা সমমূল্যের ৬১ বস্তা ভারতীয় চিনি, একটি পিক আপ ট্রাক জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহনগরের উপ-পুলিশ কমিশনারের (ডিবি) সার্বিক দিক-নির্দেশনায় গোয়েন্দা বিভাগের টিম-০১ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামীদেরকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে এসএমপি শাহপরাণ (রহ.) থানায় এজাহার দায়ের করা হয়; থানার মামলা নং-০১, তাং-০১/০৪/২০২৪ খ্রিঃ, ধারা The Special Power Act, 1974 এর 25B(1)(b)/25(D) মামলা রুজু করা হয়েছে। আসামীদেরকে আইন অনুযায়ী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি