কানিজ ফাতেমার কাছে ধরাশায়ী জাকির!

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৩

কানিজ ফাতেমার কাছে ধরাশায়ী জাকির!

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেটের শাহ্ খুররম ডিগ্রি কলেজের শিক্ষক প্রতিনিধি নির্বাচনে অধ্যাপক কানিজ ফাতেমার কাছে হেরে গেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

 

সোমবার (২৮ আগস্ট) অনুষ্ঠিত এ নির্বাচনে ১২টি ভোট পেয়ে শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন অধ্যাপক কানিজ ফাতেমা। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন পেয়েছেন ৮টি ভোট।

 

সোমবার বিকাল ৩টার দিকে ভোটগ্রহণের পর ফলাফল ঘোষণা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষ্ণা ভট্টাচার্য্য। ফলাফল ঘোষণার সময় শাহ্ খুররম ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ফয়জুল আনোয়ার আলাওর ও বিদ্যোৎসাহী সদস্য এম শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ