সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৩
মঙ্গলবার উপজেলার রুস্তমপুর ইউনিয়নে ভাড়া নিয়ে বিতর্কের এক পর্যায়ে অটোচালক সালেহ আহমদ যাত্রী নাজিম উদ্দিনকে হত্যা করে বলে জানা গেছে।
সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে বঙ্গবীর-হাদারপার সড়কের স্থানীয় পীরেরবাজার থেকে নাজিম উদ্দিন নিজ বাড়িতে যাওয়ার জন্য সালেহ আহমদের অটোরিকশায় ওঠেন। পাতনী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অটোরিকশা থেকে নেমে চালক সালেহ আহমদকে ৫ টাকা ভাড়া দেন। এ সময় সালেহ আহমদ নাজিম উদ্দিনের কাছে ১০ টাকা ভাড়া দাবি করলে দু’জনের মধ্যে তর্ক শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সালেহ আহমদ রাস্তার পাশের বেড়ার বাঁশ দিয়ে নাজিম উদ্দিনের ঘাড়ে আঘাত করে পালিয়ে যান।
খবর পেয়ে নাজিম উদ্দিনের বাবা ও আত্মীয়স্বজন আহত অবস্থায় নাজিমকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।
বিষয়টি জানতে পেরে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে তিনি বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য গোয়াইনঘাট থানা পুলিশের দুটি টিম কাজ করছে। নাজিম উদ্দিনের মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি