টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৩

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

মাঠে ময়দানে প্রতিবেদক:

বিশ্বকাপ মাথায় রেখে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড দলের মূল ক্রিকেটারদের বিশ্রামে আছেন। তবে কিউইদের বিপক্ষে সিরিজে আছেন দুই অভিজ্ঞ তামিম ও রিয়াদ। তাদের কামব্যাকের সিরিজে টস জিতে শুরুতে বোলিং করবে বাংলাদেশ।

 

সাকিব আল হাসান বিশ্রামে থাকায় দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। অন্যদিকে নিউজিল্যান্ড লকি ফার্গুসনকে অধিনায়ক করেছে। বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচে বৃষ্টির শঙ্কা আছে।

 

বাংলাদেশ দলের একাদশে তামিম-রিয়াদ ছাড়াও ফিরেছেন সৌম্য সরকার। বোলিং অলরাউন্ডার হিসেবে নেওয়া হয়েছে তাকে। একাদশে জায়গা পেয়েছেন নুরুল হাসান।

 

বাংলাদেশ একাদশ:

লিটন দাস, তামিম ইকবাল, তানজিদ তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, তাওহীদ হৃদয়, শেখ মাহেদী, নুরুল হাসান, নাসুম আহমেদ তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমান।

 

নিউজিল্যান্ড একাদশ:

ফিন অ্যালেন, উইল ইয়ং, চ্যাড বোয়েস, হেনরি নিকোলাস, টম ব্লান্ডেল, রাচিন রবিন্দ্র, কোলে ম্যাককনচি, ইশ শোধি, কাইল জেমিনসন, লকি লার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ