সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৪
তানজীল শাহরিয়ার :
ম্যাচটা যেন হয়ে উঠেছিলো দুই দলের দুই অপেনারের লড়াই। সেই লড়াইয়ে যেমন মোহামেডানের তোফায়েলের কাছে হেরেছেন অনির্বাণের সিয়াম, ম্যাচের ফলেও তা স্পষ্ট। প্রতিদ্বন্দিতাপূর্ণ ম্যাচে অনির্বাণ ক্রীড়া চক্রকে ৩ উইকেটে হারিয়ে লিগে এখনো অপরাজিত থাকার মর্যাদা ধরে রেখেছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব।
টসে জিতে অনির্বাণকে ব্যাট করার আমন্ত্রণ জানায় মোহামেডান। উদ্বোধনী জুটিতে ৩০ রান তুলে দারুণ সূচনা এনে দেন সিয়াম এবং রাজু। এমন শুরুর পরেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে অনির্বাণ ইনিংসকে বড়ো করতে পারেনি।
মুহিতুল (৭), আসাদ (১) দ্রুত সাজঘরে ফেরার পরে, শ্রাবণ (১১) এবং বাহার (১৫) কিছু সময় উইকেটে থাকলেও লোয়ার মিডল অর্ডারের কেউই ব্যাট হাতে থিতু হতে পারেননি।
একপ্রান্তের আস্থার সঙে ব্যাট করেছেন অপেনার সিয়াম। পরিস্থিতির দাবি মিটিয়ে উইকেটে দীর্ঘক্ষণ থাকলেও অপর প্রান্তে কোনো সঙ্গী পাননি বড়ো জুটি গড়ার জন্যে।
৪৩ অভারে সব উইকেটের বিনিময়ে সাকল্যে ১৩৮ রান করে অনির্বাণ ক্রীড়া চক্র।
সিয়াম ৫৬ রান করেছেন। ৯০ বলে খেলা এই ইনিংসে ছিলো ৩টি করে চার এবং ছক্কার মার।
মোহামেডানের অনূপ এবং তোফায়েল ৩টি করে উইকেট পেয়েছেন। কামিল ২টি, তাইবুর ১টা উইকেট লাভ করেছেন।
মাত্র ৮০ রানে ৬ জন ব্যাটার সাজঘরে ফিরলেও তোফায়েলের দায়িত্বশীল ব্যাটিং সাদাকালো শিবিরকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। অনির্বাণের সিয়ামের মত তোফায়েলও সঙ্গী হিসাবে লম্বা সময়ের জন্যে কাউকে পাননি।
তবে, তোফায়েল একাই যেন জিতিয়ে নামানোর পণ করে নেমেছিলেন। অন্য প্রান্তে আসা যাওয়ার মিছিলের মধ্যে তোফায়েল ছিলেন উজ্জ্বল ব্যতিক্রম।
শেষ পর্যন্ত জয় থেকে ৯ রান দূরে থাকতে তোফায়েল বিদায় নিলেও ৩৯তম অভারেই জয় তুলে নেয় মোহামেডান।
৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।
তোফায়েল ১১০ বলে ৭৬ রান করেছেন। তার ইনিংস ৮টি চারে সাজানো ছিলো। অমিত করেছেন ১৬ রান।
অনির্বাণের অফ স্পিনার বাহার ১০ অভার বল করে ২৬ রান দিয়ে ২ উইকেট লাভ করেন। অন্য অফ স্পিনার আসাদা ৭ অভারে ১৭ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন। উইকেট না পেলেও মুকুল ৯ অভারে মাত্র ২৪ রান দেন। স্পিনারদের এমন ‘কিপটে’ বোলিং মোহামেডানের জয়কে কিছুটা বিলম্বিতই করেছে শুধু। ২ উইকেট পাওয়া জয় অন্যদের তুলনায় কিছুটা খরুচেই ছিলেন। ৮ অভারে দিয়েছেন ৩৭ রান।
ব্যাটে বলে অসাধারণ নৈপূণ্য দেখিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মোহামেডানের তোফায়েল।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি