ধর্ষণের পর শিশু হত্যার দায়ে যুবকের ফাঁসি

প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৩

ধর্ষণের পর শিশু হত্যার দায়ে যুবকের ফাঁসি
সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে নারায়ণগঞ্জের একটি আদালত আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন।

 

আসামি নাজমুল হোসেনের (৩৯) বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়। সে দীর্ঘদিন ধরে পলাতক। জানা গেছে, ২০১৯ সালে নারায়ণগঞ্জের সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের একটি বাসায় ধর্ষণ শেষে শিশুটিকে হত্যা করে নাজমুল। ওই ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকত শিশুটি।

 

আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বাসাটির কেয়ারটেকার ছিল নাজমুল হোসেন। ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি শিশুটির মা-বাবা কর্মস্থলে যান। ফাঁকা বাসায় তাকে ধর্ষণ করে নাজমুল। এর পর শ্বাসরোধে হত্যার পর লাশ গুম করে।

 

তিনি আরও বলেন, বিচারক আরও দুটি ধারায় আসামিকে ১০ বছর ও ৭ বছর কারাদণ্ড দিয়েছেন। তাকে জরিমানা করা হয়েছে মোট ২ লাখ টাকা। তা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ