সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৩
সোমবার বিকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশনে নতুন নিবন্ধন পাওয়া দল বিএনএম। ওই সংবাদ সম্মেলনে দলটি ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দেয়।
দেওয়ান শামসুল আবেদীন মরমি সাধক হাসন রাজার প্রপৌত্র। ১৯৭৯ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি সুনামগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
দেওয়ান শামসুল আবেদীন জানান, তার দলের মহাসচিব মো. শাহজাহান নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছেন। দলের স্থায়ী কমিটির সদস্য হিসেবে সংবাদ সম্মেলনে তিনিও উপস্থিত ছিলেন। বিএনএম নির্বাচন কমিশনে নিবন্ধিত দল। তাদের প্রতীক নোঙর। সুনামগঞ্জ-৪ আসনে তিনি একাধিকবার নির্বাচন করেছেন। এই নির্বাচনী এলাকার প্রতিটি গ্রাম তার পরিচিত। এ এলাকার মানুষের সঙ্গে তার নিবিড় যোগাযোগ আছে।
জানা যায়, দেওয়ান শামসুল আবেদীন জেলা বিএনপির সভাপতি ছিলেন। ১৯৭৯ সালের নির্বাচনে তিনি সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে জয়ী হয়েছিলেন। ১৯৯৬ সালে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।
তিনি ২০০১ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সুনামগঞ্জ-৪ আসনে নির্বাচন করে পরাজিত হন। ২০০৮ সালে তিনি স্বতন্ত্র হিসেবে একই আসনে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি