বিপিএল দেখাবে টি–স্পোর্টস

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৩

বিপিএল দেখাবে টি–স্পোর্টস
বিপিএল ও জাতীয় দলের খেলার সম্প্রচার স্বত্ব পেলো টি–স্পোর্টস কনসোটিয়াম। বিপিএলের পরবর্তী দুই আসরের স্বত্ব কিনেছে তারা। ২০২৪ সাল পর্যন্ত জাতীয় দলের হোম সিরিজগুলোও টি–স্পোর্টস কনসোটিয়ামের অধীনে। এ খেলাগুলো যৌথভাবে সম্প্রচার করবে টি–স্পোর্টস ও গাজী টিভি। জাতীয় নির্বাচনের পর সাত দলের বিপিএল মাঠে গড়াবে।

 

ঘরোয়া ও আন্তর্জাতিক সিরিজের খেলা সম্প্রচারের স্বত্ব পাওয়ায় টি–স্পোর্টসের সিইও ইশতিয়াক সাদেক বলেন, ‘দর্শক চাহিদার কথা চিন্তা করে আমরা বিপিএল দেখানোর সিদ্ধান্ত নিয়েছি। বিসিবিকে অসংখ্য ধন্যবাদ আমাদের উপর আস্থা রাখায়। বিপিএল দেখানোর পাশাপাশি টুর্নামেন্টের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে বিসিবির সঙ্গে এক হয়ে কাজ করতে চাই। আশাকরি, বিপিএল প্রডাকশনেও নতুন মাত্রা যোগ হবে এবার।’

 

১৭ অক্টোবর টিভি স্বত্ব বিক্রির জন্য টেন্ডার আহ্বান করে বিসিবি। যেখানে টি–স্পোর্টসের পাশাপাশি এশিয়াটিক এমইসি, টপ অব মাইন্ড, ব্যানটেক লিমিটেড ও জিটিভি মিলে গঠিত কনসোর্টিয়াম বিপিএলের স্বত্ব কিনে নেয়। দেশের মাটিতে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত চারটি সিরিজ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু। বিপিএলের পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে শ্রীলঙ্কা। টাইগারদের বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিনটি টি২০ ম্যাচ খেলবে তারা। এপ্রিলে দুই টেস্ট ও পাঁচটি টি২০ ম্যাচ খেলতে বাংলাদেশ সফর করবে জিম্বাবুয়ে আর অক্টোবরে দক্ষিণ আফ্রিকা আসবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে।

আরও পড়ুন  রোমাঞ্চকর জয়ে বাংলাদেশের সিরিজ নিশ্চিত

 

বাংলাদেশের পাশাপাশি ২০২৮ সাল পর্যন্ত ভারতের খেলার সম্প্রচার স্বত্বও কিনেছে টি–স্পোর্টস। ভারতের হোম সিরিজের সব খেলা দেখাবে তারা। যেখানে বাংলাদেশের খেলাও রয়েছে। আগামী বছর সেপ্টেম্বরে দুটি টেস্ট ও তিন ম্যাচ টি২০ সিরিজ খেলতে ভারত যাবে বাংলাদেশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ