সিলেট লিগেও ‘টাইমড আউট!’ ম্যাচ জিতেছে ওয়ান্ডারার্স

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৪

সিলেট লিগেও ‘টাইমড আউট!’ ম্যাচ জিতেছে ওয়ান্ডারার্স

 

তানজীল শাহরিয়ার

 

মাহা ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২৩-২৪’র ৮ম রাউন্ডের ১ম খেলায় ৮ উইকেটে বিশাল ব্যবধানে ওয়ান্ডারার্সের কাছে পরাজিত হয়েছে ইয়াং পেগাসাস ক্লাব।

 

টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নামে ইয়াং পেগাসাস। রোদেলা দিনে পেগাসাসের ব্যাটাররা যেন চোখে অন্ধকার দেখেছেন। মাঘ মাসের উজ্জ্বল নীলাকাশে ঝলমলে সূর্যের আলোকচ্ছটা থাকলেও পেগাসাসের ব্যাটারদের ব্যাটিং যেন ‘মেঘে ঢাকা আকাশ!’ এতটুকু আলো কিংবা আশার দেখা মেলেনি।

 

৫০ অভারের ম্যাচে মাত্র ১৬.১ অভারেই গুটিয়ে গেছে পেগাসাসের ইনিংস। ইনিংসের এক তৃতীয়াংশেরও কম অভার ব্যাট করেছে পেগাসাস।

 

১১ ব্যাটারের কেউই দুই অঙ্কের দর্শন লাভ করতে পারেননি। ইনিংসের সর্বোচ্চ রান এসেছে দুই ব্যাটার আর অতিরিক্ত খাত থেকে, রান সংখ্যাটা ৭! দলের হয়ে ‘দীর্ঘ সময়’ উইকেটে ছিলেন অপেনার রাহিম, ২৬ মিনিট ছিলো তার ইনিংসের স্থায়ীত্বকাল।

 

মাত্র ৯৭ বল স্থায়ী হওয়া ইনিংসের স্কোর কার্ডে ব্যাটারদের রান সংখ্যা যেন মোবাইল নাম্বার — ৭, ৭, ১, ২, ১, ৪, ৫, ৬, ২, ১, ০! লিগের ৮ম ম্যাচ খেলতে নামা একটা দলের ব্যাটিংয়ের এমন হতশ্রী রূপের কারণ অনুসন্ধানে কারো আগ্রহ আছে কি না নিশ্চিত হবার উপায় নেই। এবারের লিগে হরহামেশাই ব্যাটিং ধসের চিত্র দেখা যাচ্ছে।

আরও পড়ুন  “পেগাসাসকে ৬১ রানে গুটিয়ে দিয়ে জিমখানার ৬ষ্ঠ জয়!”

 

এই ম্যাচের আগে ৪ বার একশো রান করার আগেই অলআউট হয়েছে ইয়াং পেগাসাস। অনির্বাণ, মোহামেডান, বীর বিক্রম, জিমখানার বিপক্ষে পেগাসাসের ব্যাটাররা সবাই মিলে একশো রান তুলতে পারেননি! ৮ ম্যাচে ৫ বার একশো না পেরুনো একটা দল সিলেট লিগে খেলছে, এটা সিলেটের শীর্ষ পর্যায়ের ক্রিকেট লিগের সঙে মানানসই কি না কেউ কি ভেবে দেখেছেন?

 

এমন ম্যাচে বোলারদের জয়জয়কার হবে বলাই বাহুল্য, তবে বোলারদের কৃতিত্বকে খাটো করে দেখার সুযোগ নেই। ওয়ান্ডারার্সের বোলার মইনুল ৭.১ অভার বল করে মাত্র ১২ রান দিয়ে ৫টি উইকেট তুলে নিয়েছেন। ২টি করে উইকেট পেয়েছেন অজিত এবং মঈন। শেষ উইকেটের পতন হয়েছে ‘টাইমড আউট’ হয়ে!

 

৪৪ রানের মামুলি লক্ষ্য পেরুতে মাত্র ৬.৪ অভার লেগেছে ওয়ান্ডারার্সের। ব্যাট হাতেও দলের সর্বোচ্চ স্কোর করেছেন মঈনুল, ১৭ রান করে অপরাজিত ছিলেন তিনি। অপেনার প্রমিজ ১৫ রান করে অপরাজিত থাকেন।

আরও পড়ুন  আরিফ-কামরানের প্রীতি ফুটবল ম্যাচ ড্র

 

ইয়াং পেগাসাসের রাহিম ১১ রান দিয়ে ২ উইকেট লাভ করেছেন।

 

ব্যাটে বলে অসাধারণ নৈপূণ্য দেখিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ওয়ান্ডারার্সের মঈনুল।

 

৮ম ম্যাচে ওয়ান্ডারার্সের জয় ২টি। লিগ থেকে অবনমমিত হবার শঙ্কা আর নেই তাদের। ইয়াং পেগাসাস ৮ ম্যাচে ১ জয়ের দেখা পেলেও তাদের জন্যে টিকে থাকার লড়াইয়ের ম্যাচ হিসেবে বিবেচিত হবে অ্যাপোলো ইলেভেনের বিপক্ষের ম্যাচটি। অ্যাপোলো ইলেভেন ক্লাবও ১টি ম্যাচ জিতেছে।

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ