ইয়াং ভিক্টরকে ৬ উইকেটে হারালো পায়োনিয়ার্স গ্রিন

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৪

ইয়াং ভিক্টরকে ৬ উইকেটে হারালো পায়োনিয়ার্স গ্রিন

 

তানজীল শাহরিয়ার

 

ব্লু বার্ড অটো ২য় বিভাগ ক্রিকেট লিগ ২০২৩-২৪’র বুধবারের খেলায় ইয়াং ভিক্টর ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে শেখঘাট পায়োনিয়ার্স গ্রিন ক্লাব।

 

টসে জয়লাভ করে শেখঘাট পায়োনিয়ার্স গ্রিন ইয়াং ভিক্টরকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ইয়াং ভিক্টর। ৭ রানে ১ম উইকেট হারায় ইয়াং ভিক্টর। ৬.৫, ৭.৩, ৭.৪ অভারে যথাক্রমে ২য়, ৩য়, ৪র্থ উইকেট খোয়ায় ইয়াং ভিক্টর — উইকেটের ঘরে ঝড় উঠলেও রান সংখ্যা ১৮-তে স্থির হয়ে ছিলো!

 

১২.৫ অভারেই ৪৩ রানে ৬ উইকেট হারায় ইয়াং ভিক্টর। ৭ম উইকেটে ২৭ রান তুলে বিপর্যয়ের সামনে ক্ষণিকের ‘বাঁধ’ হয়ে দাঁড়ান মান্নান-প্রান্ত জুটি। ৮ রানের মধ্যে শেষ ৪ উইকেট তুলে নেয় শেখঘাট পায়োনিয়ার্স গ্রিন।

 

সাকল্যে ৭৮ রান তুলে ১৯.২ অভারে অলআউট হয় ইয়াং ভিক্টর।

 

মান্নান ১৮, প্রান্ত ১৬, ফারিয়ান ১২ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৬ রান!

আরও পড়ুন  এশিয়া কাপ : টসে জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

 

ইসমাইল, তৌফিক, মাশফি, জনি ২টি করে উইকেট লাভ করেন। সাজু এবং ফারহান ১টি করে উইকেট পেয়েছেন।

 

৭৯ রানের মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকে দারুণ সূচনা করে শেখঘাট পায়োনিয়ার্স গ্রিনের অপেনাররা। ৮.৪ অভারে ৪৪ রান তুলে জয়কে সহজ করে দিয়ে যান শরিফ এবং ইসমাইল। শুরুর সেই ছন্দকে কাজে লাগিয়ে করিমও স্বাচ্ছন্দ্যে ব্যাট করে জয়কে হাত ছোঁয়া দূরত্বে এনে দিয়ে সাজঘরে ফেরেন।

 

শেষ পর্যন্ত ১৬.৫ অভারে ৪ উইকেট হারিয়ে ৭৯ রান তুলে ম্যাচ জয় সম্পন্ন করে শেখঘাট পায়োনিয়ার্স গ্রিন।

 

ইসমাইল ২৭, করিম ২০, শরিফ ১৮ রান করেন।

 

ফাহি, কামরুল, সুমন, তায়েফ ১টি করে উইকেট লাভ করেন।

 

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শেখঘাট পায়োনিয়ার্স গ্রিনের ইসমাইল।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ