সিলেট ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৩
বুধবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার রাজানগর ইউনিয়নের গচিয়া ও জকিনগর গ্রামবাসীর মধ্যে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ খবর ছড়িয়ে পড়লে সোহান মিয়ার গ্রামের লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠে। দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সুরমা নদীর ওপর নির্মিত গচিয়া ব্রিজের দুই পাশে অবস্থান নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ৫০ জনের মতো আহত হয়। স্থানীয়রা আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহত ১৭ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আহতরা হলেন, কাজল মিয়ার ছেলে আলমগীর মিয়া (২২), হাসান মিয়ার ছেলে আমীর হোসেন (২০), মান উল্লাহর ছেলে রুবেল মিয়া (৩০), মৃত ওয়াহিদ উল্লাহর ছেলে এরশাদ মিয়া (৬০), ফজলুল হকের ছেলে হাবিবুর রহমান (৩০), সুলতান মিয়ার ছেলে কামরুজ্জামান (২৫), মাহববুজ্জামান (২১), শহিদুজ্জামান (২৫), সফিক মিয়ার ছেলে সহিদুল হাসান (৩০), আব্দুর রুপ মিয়ার ছেলে মিটু মিয়া (২৩), আশিক মিয়ার ছেলে লিপন মিয়া (৪০)। অপর আহতদের নাম জানা যায়নি।
দিরাই থানার ওসি কাজী মোক্তাদির হোসেন বলেন, দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দিরাই থানা পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি