পুঁথি সংগ্রহের প্রবাদপুরুষ আব্দুল করিম সাহিত্যবিশারদের জন্মদিন আজ

প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২০

পুঁথি সংগ্রহের প্রবাদপুরুষ আব্দুল করিম সাহিত্যবিশারদের জন্মদিন আজ

প্রভাতবেলা ডেস্ক:

সাহিত্যিক, বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতা, প্রাচীন বাংলা পুঁথির সংগ্রাহক ও ব্যাখ্যাকার আবদুল করিম সাহিত্যবিশারদের ১৫০তম জন্মদিন আজ। ১৮৭১ সালের আজকের এই দিনে তিনি চট্টগ্রামের পটিয়া থানায় জন্মগ্রহণ করেন। আবদুল করিম সাহিত্যবিশারদের আবিস্কৃত পুঁথি বাংলা সাহিত্যের জন্য অমূল্য দান।

ভারত উপমহাদেশের জ্ঞানসাধকদের সঙ্গে উচ্চারিত হয় তার নাম। ১৮৯৩ সালে ম্যাট্রিক পাসের পর দারিদ্র্যের কারণে আর অগ্রসর হতে পারেননি প্রাতিষ্ঠানিক শিক্ষায়। পরে কয়েকটি স্কুলে শিক্ষকতা করার পর তিনি চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের অফিসে চাকরি নেন। প্রাচীন ও মধ্যযুগের বাংলা পুঁথি সংগ্রহ করে বেড়িয়েছেন সারাজীবন। সম্পাদনা করে পাঠাতেন ‘বঙ্গীয় সাহিত্য পরিষদ’ পত্রিকায়। মধ্যযুগে বাংলা সাহিত্যে মুসলমানদের অবদান ছিল তার আগ্রহের বিষয়।

আবদুল করিম সাহিত্যবিশারদ কেবল পুঁথি সংগ্রাহক ছিলেন না, সৃজনশীল ও চিন্তাশীল লেখকও ছিলেন। অসংখ্য প্রবন্ধ লিখেছেন। তিনি ছিলেন বঙ্গীয় সাহিত্য পরিষদের সম্মানিত সদস্য। সম্পাদনা করেছেন নবনূর, কোহিনূর, সওগাত, পূজারি ও সাধনা পত্রিকা।

আরও পড়ুন  শেখ রাসেলের জন্মদিন আজ

নদীয়া সাহিত্যসভা তাকে ‘সাহিত্যসাগর’ উপাধি দেয়। চট্টল ধর্মমণ্ডলী তাকে ‘সাহিত্যবিশারদ’ উপাধিতে ভূষিত করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ