বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমানের দাফন সম্পন্ন

প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, জুলাই ২২, ২০২০

বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমানের দাফন সম্পন্ন
আঞ্চলিক অফিস,জুড়ী♦ বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমানকে মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০ টায় লাল সবুজের জাতীয় পতাকা মোড়ানো কফিনে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন করেন বড়লেখা সহকারী কমিশনার(ভুমি) নুশরাত লায়লা নীরা এর নেতৃত্বে থানা পুলিশের ৭ সদস্যের একটি দল। সম্মান প্রদর্শন শেষে মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমানের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নুশরাত লায়লা নীরা বলেন,পরিবারের যেকোন ধরনের সহযোগিতার প্রয়োজন হলে প্রশাসনকে জানাবেন।আমরা একজন মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি সবসময আন্তরিক।

 

মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমানের ছোটভাই দৈনিক আমাদের সময় বড়লেখা প্রতিনিধি ইকবাল হোসেন স্বপন করোনাকালে সময়ে  জানাজার নামাজে দূর দূরান্ত থেকে শরিক হওয়ায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  রাঙ্গাউটি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজের পূর্বে আলোচনা করেন বড়লেখা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম,মাওলানা মোঃ আব্দুর রহমান,মাওলানা ইসলাম উদ্দিন ও মরহুমের বড় ছেলে রবিউল ইসলাম সোহেল। জানাযায় অংশ নেন জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, হক,সমাজসেবক রিয়াজ উদ্দিন,আবু তাহের,আজিম উদ্দিন,কামরুল ইসলাম,হুমায়ুন কবির মিটু,হাসনাত কবির জুমান,মিনহাজ রিমন,মাসুদ আহমদ প্রমূখ।

আরও পড়ুন  জুড়ী'তে দুই পুলিশ সদস্যের করোনা সনাক্ত

 

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

 

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের রাঙ্গাউটি গ্রামের মরহুম ডা: শফিকুল হক এর প্রথম পুত্র স্বাধীনতা সংগ্রামের এর অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান গত সোমবার (২০ জুলা্রই)ত ৯টা ৪০ মিনিটে নিজ বাড়ীতে ইন্তেকাল হন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনী রোগ জনিত সমস্যায় জর্জরিত হয়ে নিজ বাড়িতে শয্যাশায়ী ছিলেন। তিনি স্ত্রী, তিন পুত্র,এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ