সিলেট ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৪
তানজীল শাহরিয়ার
প্রতি ইনিংসের জন্যে নির্ধারিত অভার সংখ্যা ৩৫, দুই দল মিলিয়ে সাকল্যে খেলেছে ৪০ অভার! একপেশে ম্যাচে ইয়াং ভিক্টরের বিপক্ষে ১০ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে ইলেভেন স্টার্স।
ব্লু বার্ড অটো ২য় বিভাগ ক্রিকেট লিগ ২০২৩-২৪’র ১৭শ ম্যাচ অনুষ্ঠিত হয় সিলেট জেলা স্টেডিয়ামে। টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ইয়াং ভিক্টর।
১০ রানেই ইয়াং ভিক্টরের ৩ ব্যাটার আউট! এরপর ২১ রান তুলে ক্ষণিকের প্রতিরোধ সুহৃদ আর ইয়াকুবের ৪র্থ উইকেট জুটির সুবাদে। ৫ম উইকেটেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছিলেন সুহৃদ-ফারিয়ান জুটি। ২৯ রান তোলেন এই দুই ব্যাটার।
৬০ রানে ৫ম উইকেটের পতনের পর ইয়াং ভিক্টরের ব্যাটিং অর্ডার বালির বাঁধের মত ধ্বসে পড়েছে। নিয়মিত বিরতিতে উইকেট খুইয়ে ২৭.৫ অভারে ৯৩ রান তুলে অলআউট ইয়াং ভিক্টর।
ফারিয়ান ৩০, সুহৃদ ১৯, ওমর ১১ (অপরাজিত) রান করেছেন।
হিরা, জুনেদ, পারভেজ, এনাম ২টি করে উইকেট তুলে নিয়েছেন। শিঙ্কু এবং মামুন পেয়েছেন ১টি করে উইকেট।
মামুলি রান তাড়া করতে নেমে জীবনের তর সইছিলো না। রীতিমতো ইয়াং ভিক্টরের বোলারদের ‘কচুকাটা’ করেছেন এই অপেনার। মাত্র ৩১ বলে তুলে নিয়েছেন অর্ধশতক, শেষ পর্যন্ত ৪৬ বল খেলে ৮৩ রান করে অপরাজিত থাকেন। সঙ্গী শিঙ্কু অপর প্রান্তে ছিলেন ‘নিরব দর্শক!’ তিনি করেন ৩ রান!
মাত্র ১২.১ অভারে কোনো উইকেট না হারিয়েই ৯৪ রান তুলে জয়লাভ করে ইলেভেন স্টার্স।
ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন ইলেভেন স্টার্সের জীবন।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি