আড়ং-এর পণ্য বর্জন করুন- জমিয়তে উলামায়ে ইসলাম

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২১

আড়ং-এর পণ্য বর্জন করুন- জমিয়তে উলামায়ে ইসলাম

প্রভাতবেলা ডেস্ক:

আল্লাহর রাসূল সা:-এর সুন্নত দাড়ি ‘অবমূল্যায়ন’ করার অভিযোগে আড়ংয়ের সব পণ্য বয়কট করার আহ্বান জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান সংগঠনটির সভাপতি ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস এবং সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব শায়খুল হাদিস মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম।

নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। এই দেশে মুসলিম পুরুষদের নিদর্শন দাড়িকে অবমূল্যায়ন করার দুঃসাহস তারা কোথায় পেল? আড়ং কর্তৃপক্ষকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় তাদের পণ্য বয়কট করে সমুচিত জবাব দেয়া হবে। তাদের শো রুমগুলোর নিরাপত্তার দায়িত্ব তৌহিদী জনতা নেবে না বলেও হুঁশিয়ার করা হয় বিবৃতিতে।

শ্রীলঙ্কায় বোরকা নিষিদ্ধ ও মাদরাসা বন্ধ করার সিদ্ধান্তেরও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতারা। একইসাথে শ্রীলঙ্কার ‘ইসলামবিদ্বেষী’ প্রেসিডেন্টকে বাংলাদেশের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে দাওয়াত প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ